1196 Shares 5128 Views
00:00:00
18 Jan
76c55388-a83f-4eec-84a1-a47b3715be53

বিরিয়ানিতে কুকুরের মাংস? অভিযোগ পেয়ে তদন্ত শুরু শিলিগুড়ি পুরনিগমের

শিলিগুড়ি টাইমস প্রতিনিধি Oct 02, 2017

শিলিগুড়ি,২ অক্টোবরঃ বিরিয়ানিতে কুকুরের মাংস।এমনই অভিযোগ ঘিরে গতকাল রাতে শিলিগুড়ির ঘোঘোমালিতে একটি বিরিয়ানির দোকানে চাঞ্চল্য ছড়ায়।এরপর স্থানীয় বাসিন্দারা বিক্ষোভ দেখিয়ে বন্ধ করে দেয় ওই দোকান।এরপরেই ঘটনাস্থলে আসে আশিঘর ফাঁড়ির পুলিশ।বিষয়টি শোনামাত্রই নড়েচড়ে বসে শিলিগুড়ি পুরনিগমও।ইতিমধ্যেই পুরনিগমের তরফে গোটা ঘটনার তদন্ত শুরু হয়েছে বলে জানা গিয়েছে।

পুরনিগমের ফুড ইনস্পেক্টর গণেশ ভট্টাচার্য জানান,ওই দোকানের বিরুদ্ধে যে অভিযোগ পাওয়া গিয়েছে সেই অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে।শুধুমাত্র ওই দোকানই নয় পুরনিগমের তরফে শহরের বিভিন্ন দোকান ঘুরে দেখা হবে।

এছাড়াও আজ পুরনিগম থেকে একটি টিম ওই বিরিয়ানির দোকান পরিদর্শনে যায় এবং দোকানের কর্মচারীদের সাথে কথা বলে।       

Leave a Comment

Your email address will not be published.

Shares
error: Content is protected !!