39 Shares 64 Views
00:00:00
21 Mar
f4e25857-36ac-4879-8c5e-caf9629cecf4

ইসলামপুর ইউনাইটেড ব্যাঙ্ক অব ইন্ডিয়ার ডিমুরুল্লা শাখায় চুরির চেষ্টা বিফল

শিলিগুড়ি টাইমস প্রতিনিধি Dec 06, 2017

ইসলামপুর, ৬ ডিসেম্বরঃ মঙ্গলবার গভীর রাতে ইসলামপুর থানার ইউনাইটেড ব্যাঙ্ক অব ইন্ডিয়ার ডিমুরুল্লা শাখায় চুরির চেষ্টা করেও ব্যর্থ হয় দুষ্কৃতিরা।এই ঘটনায় ব্যপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।

জানা গিয়েছে, বুধবার সকালে ব্যাঙ্ক কর্মীরা এসে প্রথমে দেখতে পান যে জানালার রড কাটা রয়েছে।এরপরই তাদের সন্দেহ হয়।সঙ্গে সঙ্গে কর্মীরা খবর দেন ব্যাঙ্ক ম্যানেজারকে।এরপর ম্যানেজার এসে দেখতে পান যে ব্যাঙ্কের ভেতরে সিসিটিভি ক্যামেরা ও মনিটর ভাঙ্গা রয়েছে।এছাড়াও ব্যাঙ্কের ভল্টের সামনের গ্রিলের দরজা ভাঙার চেষ্টা করে দুষ্কৃতিরা যদিও তাতে ব্যর্থ হয়।

12846f90-ef6f-40ec-bdfa-60699b6c1807d17a3c76-fa17-4b1d-8165-b1cfe354da4c

ব্যাঙ্কের ম্যানেজার রাহুল কুমার বলেন, ব্যাঙ্কের কিছু সামগ্রীর ক্ষতি হয়েছে।দুষ্কৃতিরা কিছু নিয়ে যেতে পারেনি।এদিকে আজ সকালে এই বিষয়ে ইসলামপুর থানার পুলিশকে খবর দেওয়া হয়।পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।  

Leave a Comment

Your email address will not be published.

Shares
error: Content is protected !!