51 Shares 114 Views
00:00:00
23 Jun
828f57ba-8983-474b-8bd0-6e1d9641ef21

সাপের বিষ পাচার কান্ডে ধৃত তিনজনকে দশ দিনের পুলিশি হেপাজতের নির্দেশ

শিলিগুড়ি টাইমস প্রতিনিধি Dec 06, 2017

ইসলামপুর, ৬ ডিসেম্বরঃ সাপের বিষ পাচার কান্ডে ধৃত তিনজনকে দশ দিনের পুলিশি হেপাজত চেয়ে  করণদিঘী থানার পুলিশ বুধবার ইসলামপুর মহকুমা আদালতে হাজির করে।পুলিশের আবেদনের ভিত্তিতে বিচারক ধৃতদের দশদিনের পুলিশি হেপাজতের নির্দেশ দেন।

উল্লেখ্য, গতকাল রাতে উত্তর দিনাজপুরের করনদীঘি থানার ভুলকি এলাকা থেকে ১৪ কোটি টাকার সাপের বিষসহ তিনজনকে আটক করে বিএসএফ।

এরপর রাতেই ধৃত তিনজনকে করনদীঘি থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়।বুধবার ধৃতদের ইসলামপুর মহকুমা আদালতে তোলা হলে এসিজেএম সঞ্জয় কুমার শর্মা দশ দিনের পুলিশি হেপাজতের নির্দেশ দেন।

Leave a Comment

Your email address will not be published.

Shares