89 Shares 373 Views
00:00:00
20 Mar
Capture

জলে ডুবে মৃত্যু শিশুর  

শিলিগুড়ি টাইমস প্রতিনিধি Jan 11, 2018

করণদীঘি,১১ জানুয়ারিঃ জলে ডুবে মৃত্যু হল বছর দুয়েকের এক শিশুর।বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে করণদীঘির বিকোর গ্রামে।জানা গিয়েছে,মৃত শিশুর নাম রিজু সরকার(২)।

জানা গিয়েছে,মায়ের সাথে বাড়িতে ছিল রিজু।খেলতে খেলতে সবার চোখের আড়ালে চলে যায় সে।এরপরই বাড়ির পাশের পুকুরে পড়ে যায় রিজু।বিষয়টি জানাজানি হতেই তড়িঘড়ি শিশুটিকে উদ্ধার করে করণদীঘি গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।ঘটনার জেরে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।    

Leave a Comment

Your email address will not be published.

Shares
error: Content is protected !!