236 Shares 250 Views
00:00:00
24 Jun
2a10938e-9f82-4e1b-9c5d-d68085415265

জাতীয় সম্মান পেতে পারে “খিচুড়ি”, শুনেই জিভে জল বাঙালির

শিলিগুড়ি টাইমস প্রতিনিধি Nov 02, 2017

খিচুড়ি। নামটা শুনলে অনেকের জিভে জল চলে আসে। বিশেষ করে বাঙালিদের। খিচুড়ির সাথে ইলিশ মাছ ভাজা কিংবা পাপড় হলে তো কথাই নেই। তবে এবার নাকি খিচুড়ি জাতীয় খাবারের সম্মান পেতে পারে। ইতিমধ্যেই একটি সর্বভারতীয় সংবাধমাধ্যম ও অন্যান্য বেশকিছু সংবাদমাধ্যমে এই খবর প্রকাশিত হয়েছে। যেখানে বলা হয়েছে, কেন্দ্রীয় খাদ্যমন্ত্রী খিচুড়িকে জাতীয় মর্যাদা দেওয়ার কথা জানিয়েছিলেন। মিলেছে সবুজ সংকেত। চলতি সপ্তাহে ওয়ার্ল্ড ফুড ইন্ডিয়ায় এবিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা হবে। সুতরাং এই খবর পাওয়ায় বাড়িতে বানিয়ে ফেলুন খিচুড়ি। আর সাথে সম্মানের কথা জানিয়ে দিন সকালে।

ছবি: (ইন্টারনেট থেকে সংগৃহীত)

Leave a Comment

Your email address will not be published.

Shares