96 Shares 233 Views
00:00:00
23 Jun
ec753615-052a-460b-9dec-6d7c82393070

খড়িবাড়িতে তৃণমূলে যোগ দিলেন ৪০ জন টোটো চালক

শিলিগুড়ি টাইমস প্রতিনিধি Jan 13, 2018

খড়িবাড়ি,১৩ জানুয়ারিঃ খড়িবাড়িতে তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন ৪০ জন টোটো চালক।খড়িবাড়ি অঞ্চল সভাপতি ওপাসু সিংহ জানান,খড়িবাড়ি থেকে মোট ৪০জন টোটো চালকেরা আজ একটি অনুষ্ঠানের মাধ্যমে তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছেন।

তিনি আরও জানান,দলে যোগ দেওয়ার আগে খড়িবাড়ি বাজারে একটি মিছিল বের করেন টোটো চালকেরা।এরপর মিছিল শেষে দলীয় কার্যালয়ে একটি ছোট অনুষ্ঠানের মাধ্যমে তৃণমূল কংগ্রেসে যোগ দেন তারা।

উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খড়িবাড়ি অঞ্চল তৃণমূল যুব কংগ্রেস সভাপতি শম্ভু বিশ্বাস এবং তৃনমূলের সংখ্যাগরিষ্ঠ সেলের সদস্য মহম্মদ জাহাঙ্গীর ও অন্যান্য কর্মী নেতারা।

Leave a Comment

Your email address will not be published.

Shares