22 Shares 55 Views
00:00:00
23 Jun
Kombol20151115032041

দুঃস্থদের মধ্যে কম্বল বিতরণ

শিলিগুড়ি টাইমস প্রতিনিধি Jan 12, 2018

কালিয়াগঞ্জ,১২ জানুয়ারিঃ স্বামী বিবেকানন্দের জন্মতিথি উপলক্ষে কালিয়াগঞ্জের স্কুল পাড়ার পূর্বাশা অনুশীলনী স্পোর্টিং ক্লাবের পক্ষ থেকে দুঃস্থদের মধ্যে কম্বল বিতরণ করা হল।শতাধিক দুঃস্থ মানুষের হাতে আজ কম্বল তুলে দেন ক্লাবের সদস্যরা।এই ঠাণ্ডায় কম্বল পেয়ে হাসি ফুটেছে ওইসব দুঃস্থ মানুষগুলির মুখে।  

এদিন ক্লাবের সম্পাদক দেবাশিষ সাহা জানান,এই ঠাণ্ডায় যারা খোলা আকাশের নিচে রাত কাটাচ্ছেন তাদের কথা ভেবেই কম্বল বিতরণ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল ক্লাবের পক্ষ থেকে।

(সংগৃহীত চিত্র)

Leave a Comment

Your email address will not be published.

Shares