58 Shares 1223 Views
00:00:00
25 May
blue whale

নিল তিমি গেম নিয়ে সচেতনতা শিবির

শিলিগুড়ি টাইমস প্রতিনিধি Sep 07, 2017

আলিপুরদুয়ার, ৭ সেপ্টেম্বরঃ অনলাইন গেম  নিল তিমির  চর্চা পড়ুয়াদের মধ্যে ব্যাপকভাবে লক্ষ্য করা যাচ্ছে।অনলাইনে এই বহুল চর্চিত গেমটি আসলে কি এবং কিভাবে এর লিঙ্ক অনলাইনে মিলবে তার প্রতি আসক্তি বাড়ছে পড়ুয়াদের মধ্যে।

তাই এই মারন খেলায় হ্রাস টানতেই পুজোর মুখে শহরের স্কুল পড়ুয়াদের মধ্যে সচেতনতা বাড়াতে উদ্যোগী হল আলিপুরদুয়ার জেলা পুলিশ প্রশাসন।নিউটাউনের এই ইংরাজি মাধ্যমের  বেসরকারি স্কুলে বৃহস্পতিবার আয়োজিত হলো নিল তিমি গেমটি নিয়ে এক সচেতনতা শিবির।

পুলিশ প্রশাসনের পক্ষ থেকে সেমিনার করে পড়ুয়াদের এই মারন গেম বিষয়ে সচেতনতা শিবির করায় খুশি স্কুল পড়ুয়া থেকে শিক্ষকরা।পড়ুয়াদের এই মারন খেলা থেকে দূরে থাকতে অনুরোধ করা হয়েছে।সেমিনারে উপস্থিত ছিলেন ডিএসপি বর্ডার বৈদ্যনাথ সাহা, আই সি প্রদীপ সরকার এবং স্কুল ডিরেক্টর দীপায়ন ঘোষ প্রমুখেরা।

Leave a Comment

Your email address will not be published.

Shares
error: Content is protected !!