118 Shares 399 Views
00:00:00
24 Jun
39097739-7371-47e6-927d-da843009c88f

পথ শিশুদের মধ্যে শীতবস্ত্র বিতরণ  

শিলিগুড়ি টাইমস প্রতিনিধি Jan 11, 2018

শিলিগুড়ি,১১ জানুয়ারিঃ ঠাণ্ডায় জবুথবু শিলিগুড়িবাসী।এই হাড় কাপানো ঠাণ্ডা থেকে বাঁচতে ১০০ জন পথশিশুর হাতে শীতবস্ত্র তুলে দিলেন মুখোপাধ্যায় ফাউন্ডেশন ও শিশু সংবাদের সদস্যরা।

গতকাল সন্ধ্যা ৮টা নাগাদ শিলিগুড়ির বাঘাযতীন পার্কের সামনে ওই পথ শিশুদের হাতে শীতবস্ত্র তুলে দেন সংগঠনের সদস্যরা।

Leave a Comment

Your email address will not be published.

Shares