176 Shares 173 Views
00:00:00
16 Jan
a4c843e8-121c-4a57-afd7-e21248e17375

শিলিগুড়িতে আগুনে পুড়ল টোটো,চাঞ্চল্য

শিলিগুড়ি টাইমস প্রতিনিধি Nov 14, 2017

শিলিগুড়ি,১৪ নভেম্বরঃ আগুনে পুড়ে গেল টোটো।ঘটনা ঘিরে আজ সকালে ব্যপক চাঞ্চল্য ছড়ায় শিলিগুড়ির নিরঞ্জন নগরে।জানা গিয়েছে,শিলিগুড়ি পুরনিগমের ৩৬নং ওয়ার্ড নিরঞ্জন নগর।গতকাল রাতে ওই এলাকার বাসিন্দা এক টোটো চালক তার টোটোটি চার্জে বসিয়ে রেখে ঘুমিয়ে পড়েন।এরপর আজ সকালে উঠে তিনি দেখতে পান পুরো টোটো গাড়িটি জ্বলে গেছে।পাশাপাশি টোটোর ব্যাটারিটিও পুরোপুরিভাবে জ্বলে গিয়েছে।ঘটনাকে ঘিরে আজ সকালে ব্যপক চাঞ্চল্য ছড়ায়।

অন্যদিকে ঘটনায় স্থানীয়দের অনুমান,চার্জ দেওয়ার সময় শর্ট সার্কিট হওয়ায় আগুন লেগে পুড়ে গিয়েছে টোটোটি।

Leave a Comment

Your email address will not be published.

Shares
error: Content is protected !!