170 Shares 117 Views
00:00:00
24 Jun
3949fa88-dcec-47fe-94ff-7be846374340

শিলিগুড়ির ফুলবাড়িতে আগুন,চাঞ্চল্য

শিলিগুড়ি টাইমস প্রতিনিধি Jan 01, 2018

শিলিগুড়ি,১ জানুয়ারিঃ শিলিগুড়ির ফুলবাড়ির কাছে একটি আটা মিলে আগুন।ঘটনা ঘিরে আজ সকালে ব্যপক চাঞ্চল্য ছড়ায় এলাকায়।দমকলের পাঁচটি ইঞ্জিনের কয়েক ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

জানা গিয়েছে,শিলিগুড়ির অদূরে ফুলবাড়িতে একটি বিস্কুটের কারখানার পাশেই ছিল আটার মিল।সেখানেই কোনও কারনে আগুন লেগে যায়।এরপরেই ধোঁয়া দেখতে পায় এলাকাবাসীরা।খবর দেওয়া হয় দমকলে।খবর পেয়ে প্রথমে দমকলের তিনটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌছায়।পড়ে আরও দুটি ইঞ্জিন আসে।

অন্যদিকে আগুনের ঘটনায় লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে এবং কয়েকটি মেশিনও পুড়ে গিয়েছে বলে জানা গিয়েছে।     

Leave a Comment

Your email address will not be published.

Shares