447 Shares 136 Views
00:00:00
17 Oct
12a29231-ff99-477c-a404-6110e33acedc

শিলিগুড়িতে সাত সকালে বোমাতঙ্ক

শিলিগুড়ি টাইমস প্রতিনিধি Oct 12, 2017

শিলিগুড়ি, ১২ অক্টোবর: সাত সকালে বোমাতঙ্ক শহরে। এদিন শিলিগুড়ির জাবরাভিটায় একটি বাড়িতে এক বাক্স ঘিরে বোমাতঙ্ক ছড়ায়। এদিন সকালে ওই বাড়িতে একটি বাক্স পড়ে থাকতে দেখা যায়।

যা ঘিরে বোমাতঙ্ক ছড়ায়। খবর দেওয়া হয় এনজেপি থানার পুলিশকে। আসে পুলিশ। খবর যায় সি আই ডিতেও। এদিন বোমাতঙ্কের খবর শুনে বাড়িতে ভিড় জমে যায় অনেকের।

যদিও কাছে যেতে দেওয়া হয়নি কাউকে। পরে ওই বাক্স থেকে উদ্ধার হয় হটপট। তবে কে ওই বাক্স ওখানে ফেলে গেছে তার সন্ধান চলছে।

Leave a Comment

Your email address will not be published.

Shares