177 Shares 159 Views
00:00:00
25 May
6c1367f4-84a1-49d0-bb07-f7678e8afb96

শিলিগুড়িতে বিবাহে বসবেন ১০১ জোড়া দম্পতি

শিলিগুড়ি টাইমস প্রতিনিধি May 18, 2018

শিলিগুড়ি,১৮ মেঃ শিলিগুড়িতে আয়োজিত হতে চলেছে ১০১ জোড়া দম্পতির বিবাহ অনুষ্ঠান।আগামী ২০ মে শিলিগুড়ির শালবাড়ির কাছে এই বিবাহ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।বনবাসী কল্যাণ আশ্রম উত্তরবঙ্গ সমাজের সহযোগিতায় এই অনুষ্ঠান করা হবে।

শালবাড়ির বিরসা শিশু শিক্ষা কেন্দ্রে ১০১ জোড়া বনবাসী বিবাহ সংস্কার নিজস্ব পরম্পরা ও রীতি অনুযায়ী সুসম্পন্ন করবে।এই বিষয়টি নিয়েই শুক্রবার শিলিগুড়ির জার্নালিস্টস ক্লাবে সাংবাদিক বৈঠক করেন আশ্রমের কর্মকর্তারা।প্রতিবারই এই আয়োজন করা হয়ে থাকে।যেখানে ১০১ জোড়া দম্পতির বিবাহের আয়োজন করা হয় এবং তা দেখতে প্রচুর মানুষ ভিড় জমান।

Leave a Comment

Your email address will not be published.

Shares
error: Content is protected !!