755 Shares 7848 Views
00:00:00
24 Jun
WhatsApp Image 2017-09-14 at 17.09.11

শহরে মধুচক্র,গ্রেফতার ৯

শিলিগুড়ি টাইমস প্রতিনিধি Sep 14, 2017

শিলিগুড়ি,১৪ সেপ্টেম্বরঃ গতকাল রাতে গোপন সূত্রের খবরের ভিত্তিতে শিলিগুড়ি প্রধাননগর থানা এলাকায় একটি হোটেলে অভিযান চালিয়ে মধুচক্রের অভিযোগে চার যুবতি ও চার যুবক সহ হোটেল ম্যানেজারকে গ্রেফতার করল প্রধাননগর থানার পুলিশ।

পুলিশ সূত্রে খবর,প্রধাননগর থানা এলাকার ওই হোটেলে মধুচক্রের আসর বসানো হয়েছিল।উদ্ধার হওয়া তিনজন যুবতি সিকিম এবং অন্য একজন কলকাতার বাসিন্দা বলে জানা গিয়েছে।অন্যদিকে দুজন যুবক সিকিম ও বাকিরা নদীয়ার বাসিন্দা বলে খবর রয়েছে।

ধৃতদের আজ শিলিগুড়ি মহকুমা আদালতে তোলা হয়।   

Leave a Comment

Your email address will not be published.

Shares