95 Shares 370 Views
00:00:00
24 Jun
new-fire-iconjpg-c7e3a9601ce8292f

ধূপগুড়িতে আগুন পোহাতে গিয়ে শরীরের পেছনের অংশ পোড়ালেন মহিলা

শিলিগুড়ি টাইমস প্রতিনিধি Jan 12, 2018

ধূপগুড়ি,১২ জানুয়ারিঃ আগুন পোহাতে গিয়ে অগ্নিদগ্ধ হলেন মহিলা।চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে ধূপগুড়ির সাতভেন্ডী এলাকায়।জানা গিয়েছে,অগ্নিদগ্ধ ওই মহিলার নাম মরিয়ম নেসা(৫৫)।

জানা গিয়েছে,কনকনে ঠাণ্ডার হাত থেকে বাঁচতে আজ সকালে বাড়িরই উঠোনের মধ্যে আগুন জ্বালিয়ে তা পোহাচ্ছিলেন মরিয়ম।সেইসময় আচমকা তার শাড়িতে আগুন লেগে যায়।এরপর তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়।ঘটনায় মরিয়মের শরীরের পেছনের কিছুটা অংশ পুড়ে গিয়েছে বলে জানা গিয়েছে।   

Leave a Comment

Your email address will not be published.

Shares