54 Shares 151 Views
00:00:00
24 Jun
Untitled

এসএসবি ক্যাম্প পরিদর্শনে ভারতীয় রাজদূত

শিলিগুড়ি টাইমস প্রতিনিধি Jan 12, 2018

খড়িবাড়ি,১২ জানুয়ারিঃ নেপালে ভারতীয় রাজদূত মঞ্জিত সিংহ পুরি আজ এসএসবির ১৯নং ব্যাটালিয়নের ভাতগাঁও ক্যাম্পে পৌঁছালেন।১৯ নং ব্যাটালিয়নের কমান্ডেন্ট এ থানবি পুষ্প স্তবক দিয়ে তাকে স্বাগত জানান।ভারতীয় রাজদূতের সাথে ছিলেন নেপালের কাস্টম অফিসার টেক বাহাদুর আয়াল,সিডিও কৃষ্ণ চন্দ্র পোরেল,ভদ্রপুর মেয়র জীবন কুমার শ্রেষ্ঠ।  

অন্যদিকে উপস্থিত ছিলেন এসএসবি এসিপি এলএন রাজু,ইনস্পেক্টর মৃত্যুঞ্জয় কুমার,গলগলিয়া কাস্টম ইনস্পেক্টর মাধব কুমার,ভাতগাঁও ক্যাম্পের ইনচার্জ ললিত মোহন।

Leave a Comment

Your email address will not be published.

Shares