159 Shares 1018 Views
00:00:00
24 Jun
e17adae5-30b3-4a68-a4f7-2944088687b2

অপেক্ষা শেষ, এসে গেল দুর্দান্ত সেই ফিচার

শিলিগুড়ি টাইমস প্রতিনিধি Nov 02, 2017

বহুদিনের প্রতিক্ষার অবসান। অবশেষে জনপ্রিয় হোয়াটস অ্যাপে এসে গেল সেই দুর্দান্ত ফিচার। অনেকেই এতোদিন ভুল করে হোয়াটস অ্যাপে একজনের ম্যাসেজ অন্যজনকে পাঠিয়ে দিয়েছেন। আবার কোনও সময় বন্ধুদের জোকস পাঠিয়ে দিয়েছেন বাড়ির বড়দের। অগ্যতা তারপর মুখ লুকিয়ে ঘুরে বেরানো। যদিও এবার আর তা হবেনা।

ইতিমধ্যে হোয়াটস অ্যাপে চলে এসেছে ডিলিট মেসেজ ফরএভার অপশন। ভুল করে পাঠানো ম্যাসেজ এবার আর দেখতে পারবেন না কেউ। ধরুন কাউকে ভুল করে ম্যাসেজ পাঠিয়েছেন। এরপর সেই ম্যাসেজটি ক্লিক করে ধরে রাখুন। তারপর উপরে ডিলিট অপশনে ক্লিক করলে তিনটি অপশন আসবে। সেখানে “ডিলিট ফর এভরিওয়ান” অপশন ক্লিক করলেই আপনার ম্যাসেজ কেউ দেখতে পারবেন না। হোয়াটস অ্যাপ আপডেট করলেই নতুন ভার্সনে এই অপশন পাবেন।

Leave a Comment

Your email address will not be published.

Shares