Home / উত্তরবঙ্গ / কালিপুজোর রাতে বাজি ফাটাতে গিয়ে মৃত্যু যুবকের

কালিপুজোর রাতে বাজি ফাটাতে গিয়ে মৃত্যু যুবকের

কোচবিহার,৮ নভেম্বরঃ কালিপুজোর রাতে বাজি ফাটাতে গিয়ে মৃত্যু হল এক যুবকের।মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে কোচবিহারের সুনীতি রোড এলাকায়।মৃতের নাম অনির্বাণ ঘোষ(৩৬)।পেশায় ওষুধ ব্যবসায়ী ছিলেন তিনি।তার মা,স্ত্রী এবং এক শিশু কন্যা রয়েছে।

সূত্রের খবর, গতকাল রাতে গুড়িয়াহাটি মদনমোহন এলাকায় নিজের দোকানের সামনে বাজি ফাটাচ্ছিলেন অনির্বাণ ঘোষ।এমনসময় দুর্ঘটনাবশত একটি বাজি তার মাথায় এসে লাগে।ঘটনায় মাথায় গুরুতর আঘাত পান তিনি।এরপর তাকে কোচবিহার এমজেএন হাসপাতালে নিয়ে যাওয়া হয়।সেখানে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয় তাকে।

এরপর পুনরায় নিজের দোকানে এসে বসেন অনির্বাণ বাবু।কিন্তু এরপর থেকেই তার শারীরিক অবস্থার অবনতি হতে শুরু হয় বলে জানা গিয়েছে।দ্রুত তাকে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানেই মৃত্যু হয় অনির্বাণ বাবুর।ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। 

Check Also

জেল হেপাজতে থাকাকালীন মৃত্যু আবাসিকের, উত্তেজনা মেডিক্যাল কলেজে

শিলিগুড়ি,১৫ নভেম্বরঃ জেল হেপাজতে থাকাকালীন মৃত্যু হল এক আবাসিকের।বৃহস্পতিবার সকালে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজে ওই আবাসিকের …