Home / খবর / উত্তরবঙ্গ / কালিম্পংকে জেলা গঠনের শেষ পর্যায়ের প্রস্তুতি তুঙ্গে

কালিম্পংকে জেলা গঠনের শেষ পর্যায়ের প্রস্তুতি তুঙ্গে

কালিম্পং মহকুমাকে জেলা গঠনের কাজ চলছে দ্রুত গতিতে।মহকুমার অন্তর্গত একটি পৌরসভা,তিনটি ব্লক এবং তিনটি থানা নিয়ে গড়ে উঠবে ভাবি কালিম্পং জেলা।

জানা গিয়েছে,এখনকার এসডিও অফিসটিতেই ডিএম-এর অফিস উপস্থাপন করা হবে।অন্যদিকে অতিরিক্ত পুলিশ সুপারের অফিস কার্যালয় পুলিশ সুপারের অফিসে রূপান্তরিত হবে।পাশাপাশি কালিম্পং কোর্টে জেলা আদালত গড়ে তোলা হবে।

এছাড়াও স্থায়ী সরকারী কার্যালয়গুলি গড়ে তোলার জন্য কয়েকটি জায়গায় নতুন করে অফিস ঘর নির্মাণ করা হচ্ছে।

প্রসঙ্গত,আগামী ১৪ই ফেব্রুয়ারী রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে জেলা রূপে স্বীকৃতি পাবে বর্তমান কালিম্পং মহকুমা।

Check Also

কালিম্পঙে জিএনএলএফ নেতার ওপরে দুষ্কৃতীদের হামলা, চাঞ্চল্য

শিলিগুড়ি,৪ এপ্রিলঃ কালিম্পঙের জিএনএলএফ নেতার ওপরে দুষ্কৃতীদের হামলার ঘটনাকে কেন্দ্র করে ব্যপক চাঞ্চল্য। জানা গিয়েছে,কালিম্পঙের …