Home / খবর / উত্তরবঙ্গ / কালি পুজোয় চাঁদা না দেওয়ায় মৎস্য ব্যবসায়ীকে মারধরের অভিযোগ

কালি পুজোয় চাঁদা না দেওয়ায় মৎস্য ব্যবসায়ীকে মারধরের অভিযোগ

কোচবিহার,১৩ নভেম্বরঃ কালি পুজোয় চাঁদা না দেওয়ায় এক মৎস্য ব্যবসায়ীকে মারধরের অভিযোগ উঠল।কোচবিহার জেলার মেখলিগঞ্জের জামালদহের ঘটনা।

স্থানীয় সূত্রে খবর, জামালদহের মৎস্য ব্যবসায়ী কানু দাসকে কালীপূজোর টিকিট দেন এলাকার পঞ্চায়েত উপপ্রধান প্রশান্ত কুমার সাহ।অভিযোগ, কানু দাস টাকা দিতে অস্বীকার করলে তাকে মারধর করে উপপ্রধান প্রশান্ত কুমার সাহ এবং তার দলবল।

অন্যদিকে ঘটনার কড়া নিন্দা করে মঙ্গলবার অভিযুক্ত উপপ্রধানের শাস্তির দাবীতে বিক্ষোভ দেখান এলাকার মৎস্য ব্যবসায়ীরা।

Check Also

কংগ্রেসের বুথে আগুন ধরানোর অভিযোগ ঘিরে উত্তেজনা চোপড়ায়

চোপড়া,৩ এপ্রিলঃ কংগ্রেসের বুথে আগুন ধরানোর অভিযোগকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ালো চোপড়ার দাসপাড়া এলাকায়। সূত্রের …