Home / খবর / উত্তরবঙ্গ / খড়িবাড়িতে কিষান খেত মজদুরের সভার আয়োজন

খড়িবাড়িতে কিষান খেত মজদুরের সভার আয়োজন

খড়িবাড়ি,১০ অক্টোবরঃ দলকে শক্তিশালী করতে খড়িবাড়ি তৃনমূল কংগ্রেসের দলীয় কার্যালয়ে কিষান খেত মজদুর ও টোটো সংগঠনের তরফে একটি সভা করা হল।

সভায় উপস্থিত ছিলেন কিষান খেত মজদুরের জেলা সভাপতি ছোটন কিস্কু,খড়িবাড়ি তৃনমূল কংগ্রেসের সভাপতি হিরণ্ময় রায়,খড়িবাড়ি কিষান খেত মজদুরের সভাপতি সত্য কুমার সিংহ,পরিমল সিনহা সহ অন্যান্যরা।

সভা শেষে কিষান খেত মজদুরের জেলা সভাপতি ছোটন কিস্কু বলেন, এদিনের সভায় সংগঠনকে আরও শক্তিশালী করতে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।

Check Also

পথ দূর্ঘটনায় মৃত ৪ বছরের শিশু

কালিয়াগঞ্জ, ৫ এপ্রিলঃ পথ দূর্ঘটনায় মৃত্যু হল ৪ বছরের শিশুর। বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে কালিয়াগঞ্জ থানার …