Home / খবর / উত্তরবঙ্গ / পোশাকের দাবিতে রেজিস্টারকে স্মারকলিপি

পোশাকের দাবিতে রেজিস্টারকে স্মারকলিপি

উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের চতুর্থ শ্রেণির কর্মচারীদের পোশাকের দাবিতে বৃহস্পতিবার  রেজিস্টারকে স্মারকলিপি দিল উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় কর্মচারী সমিতি।

কর্মচারী সমিতির সভাপতি মনোতোষ ঘোষ এবং সাধারণ সম্পাদক ফজলুর রহমানের নেতৃত্বে কর্মচারীদের পোশাক প্রদানের দাবীতে এদিন উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের রেজিস্টারকে স্মারকলিপি দেওয়া হয়।

সমিতির কর্মীদের দাবি,শীঘ্রই বিশ্ববিদ্যালয়ে কর্মরত স্থায়ী এবং অস্থায়ী কর্মচারিদের পোশাক প্রদান করতে হবে।

জানা গিয়েছে,উক্ত স্মারকলিপি প্রদান অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের চতুর্থ শ্রেণির কর্মচারীদের পাশাপাশি বেশকিছু শিক্ষাকর্মীরাও অংশগ্রহণ করেছিলেন।

Check Also

কালিম্পঙে জিএনএলএফ নেতার ওপরে দুষ্কৃতীদের হামলা, চাঞ্চল্য

শিলিগুড়ি,৪ এপ্রিলঃ কালিম্পঙের জিএনএলএফ নেতার ওপরে দুষ্কৃতীদের হামলার ঘটনাকে কেন্দ্র করে ব্যপক চাঞ্চল্য। জানা গিয়েছে,কালিম্পঙের …