Breaking News
Home / খবর / সমতলে জয়জয়কার তৃণমূলের

সমতলে জয়জয়কার তৃণমূলের

পূজালি,১৭মে: সমতলে জয়জয়কার তৃণমূলের। পূজালিতেও ফুটলো ঘাসফুল।

দক্ষিণ ২৪ পরগনার পুজালি এবং ডোমকল পুরনিগম দখল করল তৃণমূল কংগ্রেস। পুজালিতে ১৬টি আসনের মধ্যে মোট ১২টি দখল করেছে তৃণমূল কংগ্রেস।

অন্যদিকে ডোমকল পুরসভাও তৃনমূলের দখলে।এ পর্যন্ত ঘোষিত ফল অনুযায়ী ২১টি ওয়ার্ডের মধ্যে ২০টি ওয়ার্ডে জয়ী তৃণমূল।

ফল প্রকাশের পরই আবির খেলায় মেতেছেন তৃণমূল কংগ্রেস সমর্থকেরা।

(সংগৃহীত চিত্র)

Check Also

বিভিন্ন দাবীতে শিলিগুড়িতে ডিওয়াইএফআই এর মিছিল

শিলিগুড়ি,১৫ ফেব্রুয়ারিঃ বেশ কয়েকটি দাবী নিয়ে শহরে মিছিল বের করল ডিওয়াইএফআই এর এনজেপি ফুলবাড়ি আঞ্চলিক …