১৩ নম্বর ওয়ার্ড ‘মডেল ওয়ার্ড’ দাবী তৃণমূল প্রার্থীর, প্রশ্ন তুললেন বিজেপি প্রার্থী  

শিলিগুড়ি, ১০ ফেব্রুয়ারিঃ শিলিগুড়ি পুরভোটের প্রচারের আজ শেষ দিন।সকাল থেকে জোর কদমে প্রচার সারছেন প্রার্থীরা।নির্বাচনী প্রচারে বেরিয়ে শিলিগুড়ির ১৩ নম্বর ওয়ার্ডকে মডেল ওয়ার্ড দাবী করা প্রাক্তন কাউন্সিলার তথা ১৩ নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেস প্রার্থী মানিক দে কে কটাক্ষ করলেন বিজেপি প্রার্থী ভূষণ জৈন।


এদিন ভূষণ জৈন বলেন, ১৩ নম্বর ওয়ার্ডে এখনও বিভিন্ন সমস্যা রয়েছে।হাইড্রেনে জল জমা থেকে শুরু করে বিভিন্ন সমস্যা।এরপরও প্রাক্তণ কাউন্সিলর ওয়ার্ডকে মডেল ওয়ার্ড বলছেন।    

অন্যদিকে বিজেপি প্রার্থী ভূষণ জৈন এর প্রশ্নের জবাবও দিয়েছেন প্রাক্তন কাউন্সিলার মানিক দে।তিনি বলেন, নির্বাচনের সময় বাইরে থেকে কিছু মানুষ এসে বিভিন্ন কথা বলছে।ওয়ার্ডের মানুষ যাকে ঠিকমতো চিনতেও পারছে না।এই ওয়ার্ডের বিষয়ে কিছুই জানেন না কিন্তু ওয়ার্ড মডেল হওয়া নিয়ে প্রশ্ন তুলছেন।ওয়ার্ডে শুধুমাত্র ভালো রাস্তা, বিদ্যুৎ ব্যবস্থা, নিকাশি ব্যবস্থা থাকলেই মডেল ওয়ার্ড হয় না।বরং ছোটো ছোটো সমস্যা দূর করলেই মডেল ওয়ার্ড হয়।তিনি আরও বলেন, ৫ বছরে ওয়ার্ডে ছোটো ছোটো সমস্যা দূর করা হয়েছে।এই কারণেই ১৩ নম্বর ওয়ার্ড শিলিগুড়ির ৪৭টি ওয়ার্ডের মধ্যে মডেল ওয়ার্ড।     


১৩ নম্বর ওয়ার্ডের জনগণ ১২ ফেব্রুয়ারি তৃণমূল কংগ্রেসকে ভোট দিয়ে ফের দ্বিতীয়বারের জন্য সেবা করার সুযোগ করে দেবে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *