Home / খবর / উত্তরবঙ্গ / ২০ ফুট লম্বা অজগর উদ্ধার

২০ ফুট লম্বা অজগর উদ্ধার

মেটেলি,৫ এপ্রিলঃ ২০ ফুট লম্বা অজগর উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়াল জলঢাকা থানার অন্তর্গত ঝালংবস্তি এলাকায়।

বৃহস্পতিবার অজগরটিকে প্রথমে দেখতে পান স্থানীয় বাসিন্দারা।অজগরটি জলঢাকা নদীর পাথরের খাঁজে আটকে গিয়েছিল বলে জানা গিয়েছে।এরপর ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে সাপটিকে উদ্ধার করে বনকর্মীরা।পড়ে অজগরটিকে চিকিৎসার জন্য লাটাগুড়ি প্রকৃতি পর্যবেক্ষণ কেন্দ্রে নিয়ে যাওয়া হয়।

(ফাইল চিত্র)

Check Also

আসলেন না গুরুং, ফিরে গেলেন মোর্চা কর্মীরা

শিলিগুড়ি,৪ এপ্রিলঃ আসলেন না বিমল গুরুং।ফিরে গেলেন মোর্চা কর্মী ও সমর্থকেরা। মোর্চার তরফে দাবী করা …