কালিয়াগঞ্জ,১৩ আগস্টঃ ২২ দফা দাবিতে কালিয়াগঞ্জ আইসিডিএস প্রকল্প আধিকারীকের দপ্তরে স্মারকলিপি দিলেন অঙ্গনওয়ারি কর্মীরা।এদিন বাম সমর্থিত অঙ্গনওয়ারি কর্মী ও সহায়িকা সমিতির ব্যানারে অঙ্গনওয়ারি কর্মীরা কালিয়াগঞ্জের শিশু বিকাশ প্রকল্প আধিকারিক কৌস্তভ দাশগুপ্তের হাতে স্মারকলিপিটি তুলে দেন।
সারা বাংলা অঙ্গনওয়ারী কর্মী ও সহায়িকা সমিতির কালিয়াগঞ্জ শাখার সম্পাদিকা সবিতা সরকার বলেন,শীঘ্রই তাদের সরকারি কর্মীর স্বীকৃতি দিয়ে তাদের সরকারি কর্মীদের সমতুল্য মাসিক বেতন দেবার ব্যবস্থা করতে হবে।এছাড়াও আরও বিভিন্ন দাবি নিয়ে এদিন স্মারকলিপি দেওয়া হয়।