Home / খবর / উত্তরবঙ্গ / এসিপি’র নাম করে টাকা তোলার অভিযোগে শিলিগুড়িতে গ্রেফতার ব্যক্তি

এসিপি’র নাম করে টাকা তোলার অভিযোগে শিলিগুড়িতে গ্রেফতার ব্যক্তি

শিলিগুড়ি,১৬ নভেম্বরঃ এসিপি(ইস্ট)অচিন্ত্য গুপ্তর নাম করে ব্যবসায়ীদের কাছ থেকে টাকা তোলার অভিযোগে একজনকে গ্রেফতার করল এনজেপি থানার পুলিশ।ধৃতের নাম পার্থ ভৌমিক।বাড়ি সূর্যসেন কলোনিতে।

জানা গিয়েছে,দীর্ঘদিন ধরেই ওই ব্যক্তি এসিপি অচিন্ত্য গুপ্তর নাম করে বিভিন্ন ব্যবসায়ীদের কাছ থেকে টাকা তুলছিল।সম্প্রতি তৃণমূল কংগ্রেস নেতা গৌতম গোস্বামীর ভাই সঞ্জয় গোস্বামীকেও ফোন করে টাকা চায় পার্থ ভৌমিক।সেইমতো সঞ্জয় বাবু ২০ হাজার টাকা দিয়ে দেন।কিন্তু এরপরেই তার সন্দেহ হওয়ায় তিনি এই বিষয়ে এনজেপি থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্তে নামে পুলিশ।এরপরই আজ সকালে অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ।

অন্যদিকে এ প্রসঙ্গে শিলিগুড়ি পুলিশ কমিশনার ভরত লাল মিনা বলেন,পুলিশ আধিকারিকের নাম করে ব্যবসায়ীদের কাছ থেকে টাকা তোলা হচ্ছিল।ঘটনায় এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে।ধৃত ব্যক্তির সাথে আর কারা জড়িত রয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে।

Check Also

আসলেন না গুরুং, ফিরে গেলেন মোর্চা কর্মীরা

শিলিগুড়ি,৪ এপ্রিলঃ আসলেন না বিমল গুরুং।ফিরে গেলেন মোর্চা কর্মী ও সমর্থকেরা। মোর্চার তরফে দাবী করা …