Home / উত্তরবঙ্গ / “আমরা টুরিস্ট সাংসদ চাই না”-পাহাড়ে সাংসদ এসএস আলুয়ালিয়ার বিরুদ্ধে পোস্টার

“আমরা টুরিস্ট সাংসদ চাই না”-পাহাড়ে সাংসদ এসএস আলুয়ালিয়ার বিরুদ্ধে পোস্টার

কার্শিয়াং,২৭ সেপ্টেম্বরঃ “আমরা টুরিস্ট সাংসদ চাই না”- কার্শিয়াঙে দার্জিলিং সাংসদ এসএস আলুয়ালিয়ার বিরুদ্ধে এই পোস্টার লাগানো হল।পোস্টারে লেখা রয়েছে,‘বিগত ১০৪ দিন বন্ধ ছিল পাহাড়।পাশাপাশি আন্দোলন চলাকালীন ১১ জনের মৃত্যু হয়।কিন্তু এতো কিছু হওয়ার পরও দেখা পাওয়া যায়নি সাংসদের।আমরা সমস্যায় পাশে দাঁড়ানোর মত সাংসদ চাই’।

অন্য আর একটি পোস্টারে লেখা রয়েছে,‘দিল্লীতে বসে পাহাড়ের সমস্যার সমাধান করা যায় না।আমরা টুরিস্ট সাংসদ চাই না।পোস্টারের নিচে গোজোমুমো লেখা ছিল।যদিও মনে করা হচ্ছে মোর্চার বিদ্রোহী নেতাদের তরফে এই পোস্টারটি লাগানো হয়েছে’।    

Check Also

শিলিগুড়িতে ট্রাক চালকদের ওপরে হামলার ঘটনায় গ্রেফতার ৩

শিলিগুড়ি,১৯ জুলাইঃ শিলিগুড়ির নয়াবাজারে ট্রাক চালকদের ওপরে হামলার ঘটনায় তিনজনকে গ্রেফতার করল পুলিশ।গতকাল রাতে টিকিয়াপাড়া …