প্রায় দুমাস ধরে লড়াই করার পর অবশেষে মৃত্যুর কাছে হার মানলেন প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী।বৃহস্পতিবার দিল্লীর AIIMS হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন তিনি।মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৪ বছর।
প্রসঙ্গত,গত ১১ জুন কিডনি,মূত্রনালীতে সংক্রমণ এবং ফুসফুসজনিত সমস্যা নিয়ে AIIMS-এ ভর্তি করা হয়েছিল অটল বিহারী বাজপেয়ীকে।গত বুধবার থেকেই তাঁর শারীরিক অবস্থার অবনতি হতে থাকে।অবশেষে আজ মৃত্যু হয় তাঁর।
এদিকে প্রাক্তন প্রধানমন্ত্রীর সংকটজনক অবস্থার খবর পেয়ে তাকে দেখতে গিয়েছিলেন বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সহ অন্যান্য মন্ত্রীরা।অন্যদিকে আজ দুপুরের বিমানে দিল্লীতে পৌঁছান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও।