Home / খবর / উত্তরবঙ্গ / বেআইনিভাবে নেপালে ঢোকার অভিযোগে গ্রেফতার বাংলাদেশি যুবক

বেআইনিভাবে নেপালে ঢোকার অভিযোগে গ্রেফতার বাংলাদেশি যুবক

খড়িবাড়ি,১৪ ফেব্রুয়ারিঃ এসএসবি’র ৪১ নম্বর ব্যাটালিয়নের অ্যাসিস্ট্যান্ট কমান্ডেন্ট প্রবীণ হাঁসদার নেতৃত্বে অভিযান চালিয়ে পানিট্যাঙ্কি সীমান্ত এলাকা থেকে এক বাংলাদেশিকে গ্রেফতার করল জওয়ানেরা।ধৃতের নাম মুজিবুর মিয়াঁ(২৫)।

জানা গিয়েছে,হিলি সীমান্ত হয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করে মুজিবুর মিয়াঁ।এরপর সেখান থেকে পানিট্যাঙ্কি হয়ে বেআইনিভাবে নেপালে যাওয়ার উদ্দেশ্য ছিল তার।যদিও তার আগেই এসএসবি জওয়ানদের হাতে ধরা পড়ে যায় সে।ধৃতকে খড়িবাড়ি থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে।

Check Also

আজ উত্তরবঙ্গ থেকে প্রচার শুরু মুখ্যমন্ত্রীর

আজ দিনহাটায় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির জনসভা। উত্তরবঙ্গে এই সভা করে নির্বাচনী জনসভার সূচনা করবেন তিনি। …