Home / খবর / উত্তরবঙ্গ / মদের দোকান খোলার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে বিডিওকে স্মারকলিপি

মদের দোকান খোলার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে বিডিওকে স্মারকলিপি

শিলিগুড়ি, ১৩ ফেব্রুয়ারিঃ শিলিগুড়ি মহকুমার খড়িবাড়ি ব্লকের বাতাসিতে মদের দোকান খোলার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে বিডিওকে স্মারকলিপি দিল বাতাসি নাগরিক কমিটি।মঙ্গলবার খড়িবাড়ির বিডিও’র হাতে স্মারকলিপিটি তুলে দেওয়া হয়।

বাতাসি নাগরিক কমিটির সদস্যরা জানান,এই মদের দোকান খোলার কারণে এলাকায় খারাপ খারাপ প্রভাব পড়বে এবং শান্তি অনেকাংশে বিঘ্নিত হবে।যে কারণে আমরা মদের দোকান বন্ধের দাবীতে বিডিওকে স্মারকলিপি দিয়েছি।

Check Also

কংগ্রেসের বুথে আগুন ধরানোর অভিযোগ ঘিরে উত্তেজনা চোপড়ায়

চোপড়া,৩ এপ্রিলঃ কংগ্রেসের বুথে আগুন ধরানোর অভিযোগকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ালো চোপড়ার দাসপাড়া এলাকায়। সূত্রের …