Breaking News
Home / আলিপুরদুয়ার / বাইক-গাড়ির সংঘর্ষে জখম ১

বাইক-গাড়ির সংঘর্ষে জখম ১

আলিপুরদুয়ার,৩ নভেম্বরঃ বাইক ও গাড়ির সংঘর্ষে গুরুতর জখম হলেন এক ব্যক্তি।নাম নারায়ন বর্মন।

জানা গিয়েছে, শুক্রবার রাতে কামাখ্যাগুড়ির তেলিপাড়া চৌপথিতে একটি ছোট চারচাকা গাড়ির সাথে সংঘর্ষ হয় বাইকটির।ঘটনায় জখম হন বাইক আরোহী নারায়ন বর্মন।তাকে আলিপুরদুয়ার জেলা হাসপাতালে ভর্তি করা হয়।ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।

Check Also

বাচ্চা বদলের অভিযোগ নার্সের বিরুদ্ধে

মালদা,১৪ ফেব্রুয়ারিঃ বাচ্চা বদলের অভিযোগ উঠল মালদা মেডিকেল কলেজ  হাসপাতালের নার্সের বিরুদ্ধে।যদিও পরে নিজেদের বাচ্চা …