Home / আলিপুরদুয়ার / বাইক-গাড়ির সংঘর্ষে জখম ১

বাইক-গাড়ির সংঘর্ষে জখম ১

আলিপুরদুয়ার,৩ নভেম্বরঃ বাইক ও গাড়ির সংঘর্ষে গুরুতর জখম হলেন এক ব্যক্তি।নাম নারায়ন বর্মন।

জানা গিয়েছে, শুক্রবার রাতে কামাখ্যাগুড়ির তেলিপাড়া চৌপথিতে একটি ছোট চারচাকা গাড়ির সাথে সংঘর্ষ হয় বাইকটির।ঘটনায় জখম হন বাইক আরোহী নারায়ন বর্মন।তাকে আলিপুরদুয়ার জেলা হাসপাতালে ভর্তি করা হয়।ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।

Check Also

জেল হেপাজতে থাকাকালীন মৃত্যু আবাসিকের, উত্তেজনা মেডিক্যাল কলেজে

শিলিগুড়ি,১৫ নভেম্বরঃ জেল হেপাজতে থাকাকালীন মৃত্যু হল এক আবাসিকের।বৃহস্পতিবার সকালে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজে ওই আবাসিকের …