Home / খবর / উত্তরবঙ্গ / মৌসমের সভা মঞ্চ ভেঙে দেওয়ার অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে

মৌসমের সভা মঞ্চ ভেঙে দেওয়ার অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে

মালদা,১৩ ফেব্রুয়ারিঃ উত্তর মালদার সাংসদ মৌসম বেনজির নূরের সভা মঞ্চ ভেঙে দেওয়ার অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে।বুধবার দুপুরে হবিবপুর ব্লকের রাইস মিল হাটে হবিবপুর ব্লক তৃণমূল কংগ্রেসের তরফে একটি সংবর্ধনা সভার আয়োজন করেছিলেন।এই সভায় সাংসদ মৌসম বেনজির নূরকে আমন্ত্রন জানানো হয়েছিল।

বুধবার সেই সভায় যোগদান করার আগে মঞ্চ ভেঙে দেওয়ার এবং সভামঞ্চে লাগানো কাপড় ছিঁড়ে দেওয়ার অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে।বুধবার সকালে বিষয়টি নজরে পড়তেই ক্ষোভে ফেটে পড়েন স্থানীয় তৃণমূল কর্মীরা।

হবিবপুর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি প্রভাস চৌধুরী অভিযোগ করে বলেন,উত্তর মালদার সাংসদ মৌসম বেনজির নূরকে সংবর্ধনা দেওয়ার জন্য একটি সভার আয়োজন করা হয়েছিল।আর এই সভার আগেই সেই সভা মঞ্চ ভাঙ্গা হল।এটা বিজেপিরই কাজ।

এদিকে ইতিমধ্যেই ঘটনার তদন্তে নেমেছে হবিবপুর থানার পুলিশ।

যদিও এই অভিযোগ উড়িয়ে দিয়েছে বিজেপি।স্থানীয় বিজেপি নেতা মধুময় সরকার বলেন,তৃণমূলের গোষ্টী কোন্দলের ফলেই এই ঘটনা ঘটেছে।বিজেপি কোনোভাবেই এই ঘটনায় জড়িত নয়।

Check Also

শিলিগুড়িতে ব্যাঙ্ক জালিয়াতির অভিযোগে গ্রেফতার আইনজীবী

শিলিগুড়ি,৩ এপ্রিলঃ ১০ কোটি টাকার ব্যাঙ্ক জালিয়াতির অভিযোগে শিলিগুড়িতে গ্রেফতার এক আইনজীবী।ধৃতের নাম উৎপল চক্রবর্তী।বাড়ি …