শিলিগুড়ি,১৫ নভেম্বরঃ শিলিগুড়ির মেয়ে দোলন দত্ত।সম্প্রতি যোগাসনে ভারতকে প্রতিনিধিত্ব করে ব্রোঞ্জ পদক নিয়ে এসেছে সে।
শিলিগুড়ির ভক্তিনগরের বাসিন্দা দোলন দত্ত।বাবা স্টেশনে হকারি করে অন্যদিকে মা স্কুলে মিড-ডে মিল রান্না করে।তবে আর্থিক এই অস্বচ্ছলতা দোলনকে কখনোই হারাতে পারেনি।
যোগাসনে ভারতকে প্রতিনিধিত্ব করে ব্রোঞ্জ পদক নিয়ে আসার পর এখন জাতীয় স্তরে খেলার জন্য থাইল্যান্ড যেতে চলেছে দোলন।তবে এই অবস্থায় দোলনের স্বপ্ন কিভাবে পূরণ করা যায় সে চিন্তায় কুড়ে-কুড়ে খাচ্ছে তার মা-বাবাকে।
এদিকে বিষয়টি জানার পরই তাদের পাশে এসে দাঁড়ালেন শিলিগুড়ি মহকুমা পরিষদের সদস্যা তথা সমাজসেবিকা শর্মিষ্ঠা চন্দ রায়,সোমা সরকার ও বরখা বিশ্বকর্মা।এদিন তারা দোলনের হাতে কিছু টাকা তুলে দেন।পাশাপাশি তাকে একটি ব্যাগ, খাদা ও ফুলের তোড়া দিয়ে সম্বর্ধনাও জানানো হয়।