Home / খবর / উত্তরবঙ্গ / বাস না পাওয়ায় ইসলামপুরে জাতীয় সড়ক অবরোধ ভোট কর্মীদের

বাস না পাওয়ায় ইসলামপুরে জাতীয় সড়ক অবরোধ ভোট কর্মীদের

ইসলামপুর,১৭ এপ্রিলঃ বাস না পাওয়ায় ইসলামপুরে পথ অবরোধ ভোট কর্মীদের।আজ সকালে ডিউটি স্থানে যাওয়ার জন্য ইসলামপুর বাসস্ট্যান্ডে জমা হন ভোটের কাজে নিযুক্ত কর্মীরা।কিন্তু অভিযোগ,সকাল থেকেই যাত্রী পরিবহণের কোনও গাড়ি পাওয়া যাচ্ছিল না।বিষয়টি নির্বাচনে যুক্ত আধিকারিকদের ফোন করে বলা হলেও কোনও লাভ হয়নি বলে অভিযোগ।

এরপরেই ৩১ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখাতে শুরু করেন ভোটকর্মীরা।খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ।পরে পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।অন্যদিকে বিক্ষোভের জেরে বেশকিছুক্ষণের জন্য এলাকায় যানজটের সৃষ্টি হয়।যানজটে নাকাল হতে হয় যাত্রীদের।

Check Also

কোচবিহারে জৈন সমাজের তরফে পালিত হল মহাবীর জয়ন্তী

কোচবিহার,১৭ এপ্রিলঃ আজ মহাবীর জয়ন্তী।কোচবিহারে জৈন সমাজের পক্ষ থেকে নানান অনুষ্ঠানের মাধ্যমে পালন করা হল …