শিলিগুড়ি, ১৪ই ফেব্রুয়ারিঃ টোটো ও বাসের মুখোমুখি সংঘর্ষে আহত হলেন এক অন্তঃসত্ত্বা মহিলা।বৃহস্পতিবার দুপুর নাগাদ ঘটনাটি ঘটেছে শিলিগুড়ি শহরের কাছে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ এবং হাসপাতাল যাওয়ার রাস্তায়।
জানা গিয়েছে, এদিন দুপুর নাগাদ একটি টোটো মেডিকেল কলেজের দিকে যাচ্ছিল।গাড়িতে একজন গর্ভবতী মহিলা সহ আরও একাধিক যাত্রী ছিলেন৷সেইসময় হঠাৎই উলটোদিক থেকে আসা একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারে টোটোটিকে।ঘটনায় আহত হন ওই মহিলা এবং টোটোর চালক।এরপর স্থানীয়রা তাদের উদ্ধার করে মেডিকেলে নিয়ে যান।
পরে খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ।ঘটনার তদন্ত শুরু হয়েছে।