Home / উত্তরবঙ্গ / আগামীকাল পৌষ সংক্রান্ত,তার আগে চালের গুড়ো কিনতে ভিড় শহরবাসীদের

আগামীকাল পৌষ সংক্রান্ত,তার আগে চালের গুড়ো কিনতে ভিড় শহরবাসীদের

শিলিগুড়ি,১৩ জানুয়ারিঃ পৌষ সংক্রান্তি উপলক্ষে শিলিগুড়ির বিভিন্ন জায়গায় বিক্রি করা হচ্ছে চালের গুড়ো।আগামীকাল পৌষ সংক্রান্তি।ভোজনরসিক বাঙালির পিঠে পুলি খাওয়ার দিন।তাই আজ থেকেই চলছে তার তোড়জোড়।গ্রামে প্রতি ঘরে ঘরে চালের গুড়ো মজুত থাকলেও শহরবাসীদের একমাত্র সম্বল বাজারজাত ভেজাল চালের গুড়ো।তবে বর্তমানে শহরের বিভিন্ন জায়গায় চোখে পড়ছে বেশ কিছু মহিলাদের,যারা হামুল-দিস্তা বা সামগাইনের মাধ্যমে চোখের সামনেই গুড়ো করে দিচ্ছে চাল।

এই চালের গুড়ো ৬০ থেকে ৭০ টাকা কেজি হিসেবে বিক্রি করা হচ্ছে।পিঠে পুলি বানানোর প্রধান উপকরণ চালের গুড়ো কিনতে বিভিন্ন জায়গায় ভিড় জমিয়েছেন শহরবাসীরা।   

Check Also

এসিপি’র নাম করে টাকা তোলার অভিযোগে শিলিগুড়িতে গ্রেফতার ব্যক্তি

শিলিগুড়ি,১৬ নভেম্বরঃ এসিপি(ইস্ট)অচিন্ত্য গুপ্তর নাম করে ব্যবসায়ীদের কাছ থেকে টাকা তোলার অভিযোগে একজনকে গ্রেফতার করল …