Breaking News
Home / খবর / উত্তরবঙ্গ / নির্বিঘ্নে সম্পন্ন ছটপুজোর প্রথম দিন

নির্বিঘ্নে সম্পন্ন ছটপুজোর প্রথম দিন

শিলিগুড়ি,১৩ নভেম্বরঃ নির্বিঘ্নে সম্পন্ন হল ছট পুজোর প্রথম দিন।মঙ্গলবার বিভিন্ন নদীর ঘাটে কয়েক হাজার মানুষ ছট পূজোর জন্য ভিড় করেন।শিলিগুড়ির লাল মোহন নিরঞ্জন ঘাট,সন্তোষীনগর সহ অন্যান্য ঘাটগুলিতে পুলিশি নিরাপত্তা ছিল চোখে পড়ার মতো।কোনও অপ্রীতিকর ঘটনা ঘটেনি বলে জানা গিয়েছে।

মন্ত্রী থেকে শুরু করে মেয়র বিভিন্ন ঘাট পরিদর্শন করেন।পুজো কমিটিগুলোর সাথেও কথা বলেন তারা।ফের আগামীকাল সকালে পুজোর জন্য ঘাটে হাজির হবেন কয়েক হাজার মানুষ।যে কারণে আগামীকালও যাতে নিরাপত্তা ব্যবস্থা কঠোর থাকে সেদিকে নজর রাখা হচ্ছে।

Check Also

বাচ্চা বদলের অভিযোগ নার্সের বিরুদ্ধে

মালদা,১৪ ফেব্রুয়ারিঃ বাচ্চা বদলের অভিযোগ উঠল মালদা মেডিকেল কলেজ  হাসপাতালের নার্সের বিরুদ্ধে।যদিও পরে নিজেদের বাচ্চা …