Home / উত্তরবঙ্গ / শিশু দিবসে বেঙ্গল সাফারি ঘুরল সিনির শিশুরা

শিশু দিবসে বেঙ্গল সাফারি ঘুরল সিনির শিশুরা

শিলিগুড়ি,১৪ নভেম্বরঃ আজ শিশু দিবস উপলক্ষে শহরজুড়ে বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে শিশুদের নিয়ে নানান ধরনের অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে।ঠিক তেমনি আজ শিশু দিবস উপলক্ষে শিশুদের নিয়ে বেঙ্গল সাফারি ঘুরল সিনির সদস্যরা।

আজ সিনিতে থাকা ১৭ জন বাচ্চাকে নিয়ে বেঙ্গল সাফারিতে যান সিনির সদস্যরা।সঙ্গে ছিলেন সোমনাথ চট্টোপাধ্যায়,দেবযানী ভৌমিক সহ সিনির অন্যান্য সদস্যরা।বেঙ্গল সাফারিতে গিয়ে সাফারি করার পাশাপাশি সেখানে থাকা বিভিন্ন পশু-পাখির সাথে পরিচয় করানো হয় শিশুদের।এরপর সেখানেই খাওয়া দাওয়া সেরে অবশেষে শিলিগুড়িতে ফিরে আসেন তারা।

aa277c9c-e649-40ad-a1e9-75b77386c853

অন্যদিকে আজ বেঙ্গল সাফারিতে ঘুরতে পেরে দারুণ খুশি হয়েছে সিনিতে থাকা এই শিশুরা।     

Check Also

শিলিগুড়িতে গৃহবধূকে বালিশ চাপা দিয়ে খুনের চেষ্টা শ্বশুরবাড়ির সদস্যদের

শিলিগুড়ি,১৯ জুলাইঃ বিয়ের পর থেকেই টাকা চেয়ে অত্যাচারের অভিযোগ এবং বালিশ চাপা দিয়ে খুন করার …