Breaking News
Home / উত্তরবঙ্গ / বাগডোগড়ায় দিনেদুপুরে ব্যবসায়ীর বাড়িতে চুরি,চাঞ্চল্য  

বাগডোগড়ায় দিনেদুপুরে ব্যবসায়ীর বাড়িতে চুরি,চাঞ্চল্য  

শিলিগুড়ি,৩১ আগস্টঃ ব্যবসায়ীর বাড়িতে দিনেদুপুরে চুরির ঘটনায় ব্যপক চাঞ্চল্য ছড়াল বাগডোগরার ডারাগাঁওতে।

সূত্রের খবর,প্রভাস ছেত্রী নামে ওই ব্যবসায়ীর বাজারে একটি কাপড়ের দোকান রয়েছে।প্রতিদিনের মতো এদিনও সকাল ১০টা নাগাদ বাড়ি থেকে বেড়িয়ে দোকানে গিয়েছিলেন তিনি।সেইসময় তাঁর মা ও স্ত্রী রান্নাঘরে কাজ করছিলেন।এরপর দুপুরে রান্নাঘরের কাজ সেরে শোয়ার ঘরে গিয়ে প্রভাস বাবুর স্ত্রী ও মা দেখতে পান আলমারি খোলা অবস্থায় পড়ে রয়েছে।সোনার গয়না সহ নগদ টাকা চুরি হয়ে গিয়েছে।

ঘটনার খবর দেওয়া হয় পুলিশে।খবর পেয়ে ঘটনাস্থল পৌছায় বাগডোগরা থানার পুলিশ।ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।    

Check Also

বাংলা মাধ্যমের শিক্ষকের দাবীতে পথ অবরোধ করে বিক্ষোভ পড়ুয়াদের

ইসলামপুর,১৮ সেপ্টেম্বরঃ বাংলা মাধ্যমের শিক্ষকের দাবীতে ইসলামপুর দ্বারিভিটা রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখাল ইসলামপুর …