Breaking News
Home / খবর / উত্তরবঙ্গ / কলেজে ভর্তির নামে টাকা তোলার অভিযোগে বিক্ষোভ SFI এর

কলেজে ভর্তির নামে টাকা তোলার অভিযোগে বিক্ষোভ SFI এর

শিলিগুড়ি,১৩ জুলাইঃ ‘শিলিগুড়িতে বিভিন্ন কলেজে ভর্তির নামে টাকা নেওয়া হচ্ছে’-এই অভিযোগ তুলে শুক্রবার শিলিগুড়িতে বিক্ষোভ দেখাল দার্জিলিং জেলা এসএফআই।এদিন দুপুরে সংগঠনের সদস্যরা হাসমিচকে বিক্ষোভ প্রদর্শন করেন।উপস্থিত ছিলেন এসএফআই এর সভাপতি সাগর শর্মা সহ সংগঠনের অন্যান্য সদস্যরা।

এদিন সাগর শর্মা বলেন,এই ঘটনার সাথে জড়িত রয়েছে তাদের শীঘ্রই গ্রেফতার করা হোক।তা না হলে আমরা বৃহত্তর আন্দোলনে নামব।

Check Also

বাচ্চা বদলের অভিযোগ নার্সের বিরুদ্ধে

মালদা,১৪ ফেব্রুয়ারিঃ বাচ্চা বদলের অভিযোগ উঠল মালদা মেডিকেল কলেজ  হাসপাতালের নার্সের বিরুদ্ধে।যদিও পরে নিজেদের বাচ্চা …