Breaking News
Home / উত্তরবঙ্গ / সাপের বিষ পাচার কান্ডে ধৃত তিনজনকে দশ দিনের পুলিশি হেপাজতের নির্দেশ

সাপের বিষ পাচার কান্ডে ধৃত তিনজনকে দশ দিনের পুলিশি হেপাজতের নির্দেশ

ইসলামপুর, ৬ ডিসেম্বরঃ সাপের বিষ পাচার কান্ডে ধৃত তিনজনকে দশ দিনের পুলিশি হেপাজত চেয়ে  করণদিঘী থানার পুলিশ বুধবার ইসলামপুর মহকুমা আদালতে হাজির করে।পুলিশের আবেদনের ভিত্তিতে বিচারক ধৃতদের দশদিনের পুলিশি হেপাজতের নির্দেশ দেন।

উল্লেখ্য, গতকাল রাতে উত্তর দিনাজপুরের করনদীঘি থানার ভুলকি এলাকা থেকে ১৪ কোটি টাকার সাপের বিষসহ তিনজনকে আটক করে বিএসএফ।

এরপর রাতেই ধৃত তিনজনকে করনদীঘি থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়।বুধবার ধৃতদের ইসলামপুর মহকুমা আদালতে তোলা হলে এসিজেএম সঞ্জয় কুমার শর্মা দশ দিনের পুলিশি হেপাজতের নির্দেশ দেন।

Check Also

বাংলা মাধ্যমের শিক্ষকের দাবীতে পথ অবরোধ করে বিক্ষোভ পড়ুয়াদের

ইসলামপুর,১৮ সেপ্টেম্বরঃ বাংলা মাধ্যমের শিক্ষকের দাবীতে ইসলামপুর দ্বারিভিটা রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখাল ইসলামপুর …