Breaking News
Home / খবর / উত্তরবঙ্গ / ১ বছরে ১১.৯৩ কোটি টাকা আয় করলো DHR

১ বছরে ১১.৯৩ কোটি টাকা আয় করলো DHR

শিলিগুড়ি, ২ এপ্রিলঃ ২০১৮-২০১৯ আর্থিক বছরে অনেকটাই আয়ের মুখ দেখলো দার্জিলিং হিমালয়ান রেলওয়ে। প্রায় ১১.৯৩ কোটি টাকা আয় করেছে ডিএইচআর।

এদিকে ২০১৭-২০১৮ সালে ৭.৬৪ কোটি টাকা আয় হয়েছিল। যাত্রীদের সংখ্যাও ৮.৫০ শতাংশ বেড়েছে। ফলে আয় ও যাত্রী সংখ্যা বাড়ায় স্বাভাবিকভাবেই খুশি ডিএইচআর কর্তৃপক্ষ। নতুন আর্থিক বছরে আয় ও যাত্রী আরও বাড়ানোর লক্ষ্যমাত্রাতেই রয়েছে সকলে।

Check Also

‘পাহাড়ে এবার একতরফা ভোট হবে না’-দাবী মেয়র অশোক ভট্টাচার্যের

শিলিগুড়ি,২ এপ্রিলঃ ‘পাহাড়ে এবার একতরফা ভোট হওয়া সম্ভব নয়’।এমনটাই বললেন শিলিগুড়ির মেয়র তথা বিধায়ক অশোক …