Home / খবর / উত্তরবঙ্গ / বড়ো অগ্নিকান্ডের হাত থেকে রক্ষা পেল ধূপগুড়ির ১২নং ওয়ার্ড

বড়ো অগ্নিকান্ডের হাত থেকে রক্ষা পেল ধূপগুড়ির ১২নং ওয়ার্ড

ধূপগুড়ি, ১৯ মার্চঃ অগ্নিকান্ডের জেরে ভস্মীভূত হল ধূপগুড়ির ১২নং ওয়ার্ডের কমিউনিটি হলের পাশে একটি দোকান। গতকাল সন্ধ্যায় কিছু যুবক কমিউনিটি হলের পাশে মাধব বসাক নামে এক ব্যবসায়ীর দোকানে আগুন দেখে দমকলে খবর দেয়।

দমকলের ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রনে নিয়ে আসে। যদিও কোন হতাহতের ঘটনা ঘটেনি। সময় মতো আগুন নিয়ন্ত্রনে না আনা গেলে বড়ো ধরনের দূর্ঘটনা ঘটে যাওয়ার সম্ভাবনা ছিল।

Check Also

লরি ও গাড়ির সংঘর্ষে মৃত ১

চোপড়া,৩ এপ্রিলঃ লরি ও গাড়ির সংঘর্ষে মৃত্যু হল লরি চালকের।মঙ্গলবার ঘটনাটি ঘটেছে চোপড়া থানার সোনাপুরের …