Home / খবর / উত্তরবঙ্গ / দিনহাটায় দুষ্কৃতিদের হাতে গুলিবিদ্ধ ব্যক্তি  

দিনহাটায় দুষ্কৃতিদের হাতে গুলিবিদ্ধ ব্যক্তি  

কোচবিহার,১৬ নভেম্বরঃ দিনহাটার সাহেবগঞ্জ থানার অন্তর্গত খোঁচা বাড়ি এলাকায় এক ব্যক্তিকে গুলি করল দুষ্কৃতীরা।ঘটনা ঘিরে ব্যপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।আহত ব্যক্তির নাম রতন কুমার মোদক।এদিন বাজার থেকে বাড়ি ফেরার পথে তাকে গুলি করে কয়েকজন দুষ্কৃতি।

তবে কি কারণে তাকে গুলি করা হয়েছে তা এখনো স্পষ্ট নয়।প্রাথমিক অনুমান,তৃনমুলের গোষ্ঠি কোন্দলের জেরে গুলি করা হয়েছে রতন কুমার মোদককে।

Check Also

২০ ফুট লম্বা অজগর উদ্ধার

মেটেলি,৫ এপ্রিলঃ ২০ ফুট লম্বা অজগর উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়াল জলঢাকা থানার অন্তর্গত ঝালংবস্তি এলাকায়। …