Home / খবর / উত্তরবঙ্গ / দীপাবলিতে শহরে বাড়তি নজরদারি পুলিশের

দীপাবলিতে শহরে বাড়তি নজরদারি পুলিশের

শিলিগুড়ি,৬ নভেম্বরঃ দীপাবলি এবং কালি পূজা উপলক্ষে শহরে বাড়তি নজরদারি পুলিশের।শহরের বিভিন্ন মদ ও জুয়ার আসরে অভিযান চালাচ্ছে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশ।পাশাপাশি পুজোর একদিন যে কোনোরকম অশান্তি এড়াতে শহরের বিভিন্ন জায়গায় মোতায়েন থাকবে পুলিশ।

শহরের বিভিন্ন রাস্তায় টহলদারি করবে পুলিশ।এছাড়াও সাদা পোশাকের পুলিশও মোতায়েন থাকবে বিভিন্ন এলাকায়।শ্লীলতাহানি,ঝামেলা অথবা অসামাজিক কাজকর্মের সাথে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে জরুরি পদক্ষেপ গ্রহণ করবে পুলিশ।  

Check Also

আসলেন না গুরুং, ফিরে গেলেন মোর্চা কর্মীরা

শিলিগুড়ি,৪ এপ্রিলঃ আসলেন না বিমল গুরুং।ফিরে গেলেন মোর্চা কর্মী ও সমর্থকেরা। মোর্চার তরফে দাবী করা …