Breaking News
Home / খবর / উত্তরবঙ্গ / দলীয় কার্যালয় দখল নিয়ে সংঘর্ষ,আহত পঞ্চায়েত সদস্যা এবং তার স্বামী

দলীয় কার্যালয় দখল নিয়ে সংঘর্ষ,আহত পঞ্চায়েত সদস্যা এবং তার স্বামী

কোচবিহার,১৬ নভেম্বরঃ দলীয় কার্যালয় দখল করা নিয়ে তৃণমূল কংগ্রেসের দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ।ঘটনায় জখম হলেন পঞ্চায়েত সদস্যা এবং তার স্বামী।কোচবিহারের ১ নম্বর ব্লকের গুড়িয়াহাটি ১ নম্বর গ্রাম পঞ্ছায়েতের পিলখানার ঘটনা। আহতদের নাম রিঙ্কু খাতুন ও নাজির হুসেন।কোচবিহার এমজেএন হাসপাতালে দুজনের চিকিৎসা চলছে।

অভিযোগ,যুব তৃণমূল কংগ্রেসের কর্মীরা দলীয় কার্যালয়টি দখলের চেষ্টা করছিল।যার প্রতিবাদ করেন নাজির হুসেন।অভিযোগ,এরপর আজ যুব তৃণমূল কংগ্রেসের কর্মীরা নাজির হুসেনকে মারধর করে।পাশাপাশি পঞ্চায়েত সদস্যা রিঙ্কু খাতুনকেও মারধর করা হয় বলে অভিযোগ।

Check Also

বিভিন্ন দাবীতে শিলিগুড়িতে ডিওয়াইএফআই এর মিছিল

শিলিগুড়ি,১৫ ফেব্রুয়ারিঃ বেশ কয়েকটি দাবী নিয়ে শহরে মিছিল বের করল ডিওয়াইএফআই এর এনজেপি ফুলবাড়ি আঞ্চলিক …