ডুয়ার্স, ১৬ অক্টোবরঃ মন্দার ছায়া পড়েছে ডুয়ার্সের অন্যতম প্রধান শিল্প পর্যটনে।পর্যটন শিল্পের সঙ্গে যুক্তদের দাবি অন্যান্যবার পুজোর সময় যে সংখ্যায় পর্যটকরা ডুয়ার্স বেড়াতে আসেন সেই তুলনায় এবার ৪০ শতাংশ পর্যটক কম এই মরশুমে বেড়াতে এসেছেন।
চা বাগান, জঙ্গল আর পাহাড় ঘেরা সুন্দরী ডুয়ার্সমুখি হচ্ছেন না পর্যটকরা। পর্যটকদের ভিড় কম হওয়ার জন্য ডুয়ার্সের পর্যটনের পরিকাঠামোর অনুন্নয়নকে অনেকেই দাবি করেছেন।
তবে আর্থিক মন্দার জেরে পর্যটকদের গাটে টান পরেছে আর সেই কারনে তারা তাদের বেড়ানোর বাজেটে কাটছাট করেছেন বলে স্বিকার করেছেন পর্যটকরা।
ডুয়ার্সের গরুমারা, বক্সা, জলদাপাড়া বনাঞ্চল ছাড়াও জয়ন্তী, বক্সাফোর্ট সহ নানান ভ্রমনের জায়গাতে অন্যান্য বছর ঠাই নাই ঠাই নাই অবস্থা থাকত। কিন্তু এই বছর তেমন ভিড় লক্ষ্য করা যাচ্ছে না বলে জানা গেছে।
(ফাইল চিত্র)