করণদীঘি,১১ আগস্টঃ অবশেষে পূরণ হতে চলেছে ব্যবসায়ীদের দাবী।উত্তর দিনাজপুর জেলার করণদীঘির টুঙ্গিদীঘিতে বানানো হচ্ছে ড্রেন।
আজ টুঙ্গিদীঘি দুর্গা মন্দির চত্বরে একটি বৈঠক করে এই বিষয়টি জানান বিধায়ক মনোধেশ সিনহা।উপস্থিত ছিলেন ব্যবসায়ী মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি কমল কুন্ডু সহ অন্যান্যরা।
বিধায়ক কোঠা থেকে অর্থ ব্যয়ে এই ২০০ মিটার দীর্ঘ এই ড্রেন নির্মাণ করা হবে বলে জানা গিয়েছে।