Breaking News
Home / আলিপুরদুয়ার / আলিপুরদুয়ার ডিআরএম অফিসের সামনে অসম নম্বরের গাড়ি থেকে উদ্ধার আগ্নেয়াস্ত্র

আলিপুরদুয়ার ডিআরএম অফিসের সামনে অসম নম্বরের গাড়ি থেকে উদ্ধার আগ্নেয়াস্ত্র

আলিপুরদুয়ার,৩০ অক্টোবরঃ আলিপুরদুয়ার ডিআরএম অফিসের সামনে অসম নম্বরের একটি গাড়ি থেকে উদ্ধার হল আগ্নেয়াস্ত্র।ঘটনায় আটক করা হয়েছে দুজনকে।

সূত্রের খবর, এদিন অসম নম্বরের একটি গাড়ি আলিপুরদুয়ার ডিভিশন অফিসের সামনে এসে দাড়ায়।গাড়ির চালক ও মালিক অফিসের ভেতরে যায় বলে জানা গিয়েছে।এদিকে অফিসের কর্মী ও স্থানীয়রা গাড়ির ভেতরে আগ্নেয়াস্ত্রটি দেখতে পান।এরপরই খবর দেওয়া হয় পুলিশে।

পুলিশ এসে দুজনকে আটক করে।তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে পুলিশ সূত্রে খবর।

Check Also

বিভিন্ন দাবীতে শিলিগুড়িতে ডিওয়াইএফআই এর মিছিল

শিলিগুড়ি,১৫ ফেব্রুয়ারিঃ বেশ কয়েকটি দাবী নিয়ে শহরে মিছিল বের করল ডিওয়াইএফআই এর এনজেপি ফুলবাড়ি আঞ্চলিক …